ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্ন গুঁড়িয়ে দিয়ে সেমিফাইনালে উঠেছে ক্রোয়োশিয়া। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা। দলের সেরা তারকা লিওনেল মেসির জন্য একটি বিশ্বকাপ জয়ের জন্য মরিয়া আর্জেন্টিনা। ম্যাচের আগে মেসির আর্জেন্টিনাকে একপ্রকার হুঁশিয়ারিই দিয়ে রাখল ক্রোয়েশিয়া।
সেমিফাইনালে মেসিকে নিয়ে কোনও বাড়তি পরিকল্পনা নেই বলে জানিয়েছে ক্রোয়েশিয়া। ম্যান-টু-ম্যান মার্কিং নিয়ে কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছে ক্রোয়েশিয়া। তাদের পরিকল্পনা পুরো দল নিয়ে। ক্রোয়েশিয়ার স্ট্রাইকার ব্রুনো পেতকোভিচ বলেন, ‘আমাদের মেসিকে নিয়ে কোনও বাড়তি পরিকল্পনা নেই। আমরা একক কোনও খেলোয়াড় নিয়ে ভাবছি না। পুরো দলকে আটকানোর পরিকল্পনা করছি। ’