মৌলভীবাজারের কমলগঞ্জে প্রবাসী কল্যান ঐক্য পরিষদ সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে ২০ জন প্রতিবন্ধীর মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়।
বুধবার (৪ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার। এতে সভাপতিত্ব করেন কমলগঞ্জ প্রবাসী কল্যান ঐক্য পরিষদ সংযুক্ত আরব আমিরাতের সভাপতি মোঃ রুজেল তরফদার।
সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান রুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদ, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ হেলাল উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছলম ইকবাল মিলন, মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসীদ আলী, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ।