1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৬:০৮ অপরাহ্ন

কমলগঞ্জে শিক্ষক সম্মেলন ও নবাগত শিক্ষকদের পরিচিতি সভা

  • প্রকাশিত : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ২৬ জন পড়েছেন

“শিক্ষকের মর্যাদার জয় হোক” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি কমলগঞ্জ উপজেলা শাখার সম্মেলন ও নবাগত সহকারি শিক্ষকদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮মার্চ) সকালে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি কমলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে মৌলভীবাজারের কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে সমিতির সভাপতি মো. আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অজিত পাল।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. আজিজুর রহমান ও সাধারণ সম্পাদক রানা রঞ্জন সিনহা।

সংগঠনটির কমলগঞ্জ শাখার সাধারণ সম্পাদক রানা রঞ্জন সিনহার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শিক্ষক সমিতির সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক বাহার উদ্দিন, জেলা শাখার সভাপতি মো. এনামুল কবির ও সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান মোহন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেনম প্রধান শিক্ষক সমিতির জেলা শাখার সদস্য সচিব সিরাজুল ইসলাম, প্রধান শিক্ষক সমিতির উপজেলা শাখার সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক মোশাহীদ আলী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শিবানন্দ কৈরী, প্রধান শিক্ষক গাজী সালাউদ্দিন ও সালাউদ্দিন খালেদ প্রমুখ।

অনুষ্ঠানে নতুন সহকারি শিক্ষকদের পরিচিতি ও ফুল দিয়ে বরণ করা হয়। পরিচিতি সভা শেষে কাউন্সিল অধিবেশনে মো. আজিজুর রহমানকে সভাপতি ও রানা রঞ্জন সিনহাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি কমলগঞ্জ উপজেলা শাখা কমিটি গঠন করা হয় ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০২০-২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!