1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
একাধিক হত্যা মামলার পলাতক আসামী গ্রেপ্তার করেছে র‍্যাব
শুক্রবার, ০২ জুন ২০২৩, ০২:০৯ পূর্বাহ্ন

একাধিক হত্যা মামলার পলাতক আসামী গ্রেপ্তার করেছে র‍্যাব

  • প্রকাশিত : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ৯৫ জন পড়েছেন

মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে আলাউদ্দিন (৩৪) নামে একাধিক হত্যা মামলা ও হত্যাচেষ্টা মামলার সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার (২৫ মার্চ) গভীর রাতে উপজেলার মাধবপুর ইউনিয়নের লঙ্গুরপার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যারা। সে শ্রীমঙ্গল উপজেলার সাইটুলা এলাকার কাছম আলীর ছেলে।

আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব।

র‍্যাব জানায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামী আলাউদ্দিনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানার দুটি হত্যা মামলায় (শ্রীমঙ্গল থানার মামলা নং-০৫, তারিখ-১০/১১/২০০৯ ইং ও মামলা নং-০৭/১৪০, তারিখ-০৭/০৬/২০১১ ইং) আদালত কর্তৃক গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। এছাড়াও শ্রীমঙ্গল থানার অপর একটি হত্যাচেষ্টা মামলায় (শ্রীমঙ্গল থানার মামলা নং-১৫, তারিখ-২১/২০১৩ ইং) তাকে আদালত পাঁচ বছরের বিনাশ্রম কারাদন্ড ও দশ হাজার টাকা জরিমানার দন্ড দিয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেয়ার জন্য দীর্ঘদিন যাবত কৌশলে মৌলভীবাজার জেলাসহ দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিল।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান আল আলম জানান, ‘গ্রেপ্তারকৃত আসামীকে আইনগত ব্যবস্থার জন্য শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!