1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
‘পুষ্পা ২’ এর শুটিং মাঝ পথে বন্ধ!
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৭ অপরাহ্ন

‘পুষ্পা ২’ এর শুটিং মাঝ পথে বন্ধ!

  • প্রকাশিত : সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ৬৩ জন পড়েছেন

‘পুষ্পা’ সিনেমা মুক্তির পর সর্বভারতীয় তারকা হয়ে উঠেন দক্ষিণের আল্লু অর্জুন। বক্স অফিসে সাড়ে তিনশ কোটি টাকারও বেশি ব্যবসা করেছিল ছবিটি। তার পর থেকেই দ্বিতীয় কিস্তির অপেক্ষায় রয়েছেন ভক্ত অনুরাগীরা।

শোনা গিয়েছিল, চলতি মাসে আল্লু অর্জুনের জন্মদিনে মুক্তি পাবে ছবিটির টিজার। কিন্তু তার আগেই এলো দুঃসংবাদ! সিনেমাটির শুটিং আপাতত বন্ধ করে দিয়েছেন পরিচালক সুকুমার।

গত বছরের শেষ দিক থেকে শুটিং শুরু হয়েছিল ‘পুষ্পা: দ্য রুল’ ছবির। বিশাখাপত্তনমে শুটিং করেছিলেন আল্লু অর্জুন। এরপর হায়দরাবাদেও এক দফা শুটিং সেরেছেন তারকা। এমনকি, ‘পুষ্পা ২’-এর জন্য শাহরুখের ‘জাওয়ান’ ছবিকেও না বলেছিলেন আল্লু।

তবে খবর, এখনো পর্যন্ত ছবির যতটা শুটিং হয়েছে, তা নিয়ে একেবারেই সন্তুষ্ট নন পরিচালক। তাই আপাতত শুটিং বন্ধ রেখেছেন তিনি।

আগে পাওয়া খবর অনুযায়ী, আগামী ৮ এপ্রিল আল্লু অর্জুনের জন্মদিনে মুক্তি পাওয়ার কথা ছিল ‘পুষ্পা: দ্য রুল’ ছবির প্রথম টিজারের। কয়েক সেকেন্ডের ঝলক নয়, টানা তিন মিনিটের টিজার মুক্তি পেতে চলেছে ‘পুষ্পা’ তারকার জন্মদিন উপলক্ষে। সে গুড়ে বালি! ‘পুষ্পা: দ্য রুল’ ছবির শুটিং বন্ধ হওয়ার খবরে তাই স্বাভাবিক ভাবেই হতাশ অনুরাগীরা।

অন্য এক সূত্রে খবর, আপাতত শুটিং বন্ধ রাখলেও তিন মাস পরে ফের শুটিংয়ে ফিরতে চলেছে ছবির গোটা টিম। সে ক্ষেত্রে জুলাই-অগাস্ট নাগাদ ফের শুরু হবে শুটিং। তা হলে এই বছর ছবি মুক্তি পাওয়ার সম্ভাবনা বিশেষ নেই বললেই চলে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!