1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে কমলগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভা
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৬:৩৪ অপরাহ্ন

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে কমলগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভা

  • প্রকাশিত : বুধবার, ৩ মে, ২০২৩
  • ৬৬ জন পড়েছেন
মত প্রকাশের স্বাধীনতা, মুক্ত গণমাধ্যম ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ বিভিন্ন দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৩ মে) বিকেলে কমলগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় কমলগঞ্জে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, ‘মুক্ত গণমাধ্যম গণতন্ত্রের জন্য অপরিহার্য ও গুরুত্বপূর্ণ একটি উপাদান। স্বাধীন গণমাধ্যমের অধিকারের বিষয়টি জাতিসংঘ প্রতিষ্ঠার দলিলের পাশাপাশি বাংলাদেশসহ অনেক দেশের সংবিধানে অন্তর্ভুক্ত। মত প্রকাশের স্বাধীনতা, মুক্ত গণমাধ্যম ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানাই।’
আলোচনা সভায় বক্তব্য রাখেন মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজু, সাংবাদিক সমিতির কমলগঞ্জ ইউনিটের সভাপতি নূরুল মোহাইমিন মিল্টন, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি সাংবাদিক প্রণীত রঞ্জন দেবনাথ, সাব্বির এলাহী, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নির্মল এস পলাশ, প্রেসক্লাবের অর্থ সম্পাদক আর কে সৌমেন, দৈনিক দেশ রূপান্তরের রুহুল ইসলাম হৃদয়, এশিয়ান এইজ  প্রতিনিধি মোনায়েম খান, আজকালের খবরের প্রতিনিধি আলম আহমেদ, বাংলাদেশ সমাচারের প্রতিনিধি আব্দুস সালাম, কালবেলার প্রতিনিধি রাজু দত্ত প্রমুখ।
সভায় সাংবাদিক সাগর-রুনিসহ দেশে নির্যাতনে নিহত সকল সাংবাদিকদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!