কমলগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা লেগে সাইফুর রহমান খাঁন (৩২) নামে এ সেনাবাহিনী সদস্যের মৃত্যু হয়েছে। এসময় তার সাথে থাকা অপর আরোহী আব্দুল গফফার গুরুত্বর আহত হন। সোমবার (২২ মে) দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোলেরহাওর চৌমুহনী এলাকায় সিএনজিচালিত অটোরিকশাকে অভারটেক করতে গিয়ে এ ঘটনাটি ঘটে।
নিহত সেনা সদস্য সাইফুর একই ইউনিয়নের উত্তর গোলেরহাওর গ্রামের আব্দুস সোবহান খাঁনের ছেলে। সে সেনাবাহিনীর ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসে কর্মরত ছিলেন বলে জানা গেছে। কিছুদিনের মধ্যেই আফ্রিকার কঙ্গোতে মিশনে যাওয়ার কথা ছিল তার।
স্থানীয়, নিহতের স্বজন ও পুলিশ সুত্রে জানা যায়, ছুটি নিয়ে সেনা সদস্য সাইফুর এসেছিলেন নিজের গ্রামের বাড়িতে। সোমবার দুপুরে নিজের বাড়ি থেকে আরেকজনকে সাথে নিয়ে পার্শবর্তী গ্রামে যাওয়ার পথে আদমপুর-কুরমা সড়কের গোলেরহাওর চৌমুহনী এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশাকে অভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে সড়কধারের বৈদ্যুতিক খুটিকে ধাক্কা লাগে তাদের। এসময় রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে ও তার সাথে থাকা অপর আরোহীকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানেই তার মৃত্যু ঘটে। এ সময় অপর আরোহী আব্দুল গফফারকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়।
নিহত সেনা সদস্যের মামা মন্নান খাঁন বলেন, আমার ভাগিনা সাইফুর ছুটিতে বাড়িতে এসেছিল। কিছুদিনের মধ্যে সে আফ্রিকার কঙ্গোতে মিশনে যাওয়ার কথা ছিল। কিন্তু তার আর বেঁচে থাকা হল না।
কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মোটরসাইকেল দূর্ঘটনায় সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযোগ হয়নি, তবে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’