1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
হাতি শাবকের মৃত্যু আমাদের গাফিলতিতেই: জয়া
রবিবার, ০৪ জুন ২০২৩, ০৪:৩৩ অপরাহ্ন

হাতি শাবকের মৃত্যু আমাদের গাফিলতিতেই: জয়া

  • প্রকাশিত : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ৯ জন পড়েছেন

“দায় তো আমাদেরই। বন উজাড় করছি, চলাচলের পথ বন্ধ করে আবাস করছি। হাতির বেঁচে থাকার কোনো জায়গাই অবশিষ্ট রাখছি না।”

এক সপ্তাহ পরও ঢাকার উত্তরায় ট্রেনের ধাক্কায় হাতি শাবকের মৃত্যুর ঘটনা ভুলতে পারছেন না অভিনেত্রী জয়া আহসান।

হাতির মৃত্যুর ঘটনায় মানুষকে দায়ী করে মঙ্গলবার এক ফেইসবুক পোস্টে ‘আক্ষেপ প্রকাশ’ করেছেন তিনি।

জয়া আহসান লিখেছেন, “এক সপ্তাহ পার হয়ে গেল, কিন্তু উত্তরায় বেঘোরে মারা পড়া হাতির বাচ্চাটার কথা মন থেকে কোনোভাবেই সরিয়ে দিতে পারছি না। সেই কিশোরীবেলা থেকে হাতি আমার মনোরম কল্পনার প্রাণী।… রূপকথায়, মেঘের আকারে, অ্যানিমেশনে বন্ধু হিসেবে হাতিকে মনের রঙিন কল্পনার মধ্যে জায়গা দিতে দিতে আমরা বড় হয়েছি।

“এমন একটি আদুরে হাতির ছানা কী মর্মান্তিকভাবেই না মারা পড়ল গত ১৭ মে। উত্তরায় রেললাইনের পাশে মা হাতির সঙ্গে ছানাটিও কলাগাছ খাচ্ছিল। এমন সময় ট্রেন এসে পড়ে। ট্রেনের চালক কাওছার হোসেন বলেছেন, একশ মিটার দূরে থাকতে হাতিটি তাদের নজরে আসে। তখন তারা হুইসেল বাজিয়ে ট্রেন থামানোর চেষ্টা করেন। ট্রেন থামতে দুইশ থেকে তিনশ মিটার জায়গা লাগে। ফলে দুর্ঘটনাটি এড়ানো যায়নি।

“হুইসেলের শব্দে হাতির শাবকটি ভয় পেয়ে দৌড় দিতে শুরু করে। কিন্তু যন্ত্রসভ্যতার আইনকানুন বেচারা জানবে কোত্থেকে সে দৌড়াতে শুরু করে রেললাইনেরই ওপর দিয়ে। ট্রেন ওর ওপরে এসে পড়ে। ওকে হিঁচড়ে নিয়ে যায় বহুদূর পর্যন্ত। শহরে অচেনা এই আগন্তুক লাশ হয়ে যায়।”

১৭ মে দুপুরে উত্তরার আবদুল্লাহপুরের কোটবাড়ি রেলগেইট এলাকায় হাতিটিকে ধাক্কা দেয় ঢাকা থেকে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেন। পরে ক্রেন দিয়ে হাতিটিকে সরিয়ে নেওয়া হলে ফের ট্রেন চলাচল শুরু হয়।

বন্যপ্রাণি রেললাইনে কেন- এমন প্রশ্ন তুলে জয়া লিখেছেন, “যার ঘুরে বেড়ানোর কথা অরণ্যের সবুজে, ওর আপন পৃথিবীতে, সে কেন ওর অচেনা লোকালয়ে আসবে। আইইউসিএন (ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার) বলছে, এশিয়ান হাতি তাদের লাল তালিকায় থাকা মহাবিপদাপন্ন প্রাণী। যত্ন না নিলে ম্যামথের মতো একদিন হারিয়ে যাবে তারা। হাতি টিকে থাকবে শুধু গল্পগাঁথার অস্পষ্ট স্মৃতির ভেতরে। তেমন পৃথিবীই কি আমরা চাই?”

সনদের সাপেক্ষে হাতি লালন-পালনের নিয়ম থাকলেও কর্তৃপক্ষের তদারকি নিয়ে প্রশ্ন তুলেছেন জয়া।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!