মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পরিদর্শন করেছেন নবাগত জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। মঙ্গলবার (৩০ মে) দুপুরে তিনি কমলগঞ্জ থানা পরিদর্শনে আসেন। এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
নবাগত জেলা প্রশাসক থানার পুলিশ সদস্য ও গ্রামপুলিশের সদস্যদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এসময় তিনি বিভিন্ন দিক নির্দেশনাও দেন।
সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) মোঃ শহিদুল হক মুন্সী ও কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী এসময় উপস্থিত ছিলেন।