কমলগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন পালিত হয়েছে।
দিনটি উপলক্ষে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেইসাথে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানেও শিক্ষক ও শিক্ষার্থীরাও শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।
শনিবার (৫ আগস্ট) সকালে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতি শ্রদ্ধার্পণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে কমলগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে গাছের চারা রোপন করা হয়।
উপজেলা ভারপ্রাপ্ত ইউএনও রইছ আল রেজুয়ানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মুনিম তরফদার, মনিপুরী ললিতকলা একাডেমির গবেষনা কর্মকর্তা প্রভাষ কুমার সিংহসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।