প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৪, ২০২৩, ৭:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১০, ২০২৩, ৫:০৮ পি.এম
শুক্রবার কমলগঞ্জে নাট্যদল ‘একলব্য রেপার্টরি’র আত্মপ্রকাশ

বিনোদন ডেস্ক:
‘নীলনগর’ ও ‘মুরনোমালা’ নামে দুটি মঞ্চ নাটকের প্রিমিয়ার শো এর মধ্যদিয়ে নতুন প্রযোজনাভিত্তিক নাট্যদল ‘একলব্য রেপার্টরি’র আত্মপ্রকাশ হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার।
মৌলভীবাজারের কমলগঞ্জের মনিপুরি ললিতকলা একাডেমিতে শুক্রবার সন্ধ্যায় তাদের প্রযোজিত দুটি প্রিমিয়ার অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেন নাটক দুটির নাট্যকার ও নির্দেশক উজ্জ্বল সিংহ।
নাট্যদল ‘একলব্য রেপার্টরি’ প্রসঙ্গে উজ্জ্বল সিংহ বলেন, ‘থিয়েটার ও নাট্যপাগল গুটিকয়েক তরুণ-তরুণীর অক্লান্ত শ্রমের বিনিময়ে তৈরি করা দুটি মঞ্চনাটকের মঞ্চায়নের মধ্য দিয়ে 'একলব্য রেপার্টরি' আত্মপ্রকাশ করতে চলেছে। শিকল মুক্ত হয়ে নাট্যচর্চা ও নাটকের অবাধ বিকাশ এবং বিস্তৃতিই 'একলব্য রেপার্টরি' এর মূল লক্ষ্য।’
তিনি বলেন, ‘নাটক দুটিতে তিনিসহ মঞ্চে অভিনয় করবেন অনিক প্রধান, অরুনা সিনহা, অর্চিতা দেব অর্পা, বাসন্তি সিনহা, সায়মা জাহান, সজল সিংহ, নির্মল সিংহ ও সুকান্ত। জীবনযুদ্ধে হতাশায় ভুগতে থাকা একজন মানুষের মধ্য দিয়ে অন্য আরেক মানুষের জীবন ও একটি সমাজের বাস্তব কিছু চিত্র বর্ণিত হয়েছে 'মুরনোমালা' নাটকটিতে। এটি মনিপুরি বিষ্ণুপ্রিয়া ভাষায় নির্মিত।’
Copyright © 2023 কমলগঞ্জের ডাক. All rights reserved.