নিষিদ্ধ সময়ে হাকালুকি হাওরে মাছ ধরায় দুই মাসে ৫ টি বড় অভিযান পরিচালনা করেছে জুড়ী মৎস্য অফিস। অভিযানে প্রায় ৭০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। পাশাপাশি ১০ হাজার মিটার জগৎ বেড় জাল জব্দ করা হয়েছে ৩ হাজার ৫০০ টি টপচাই পুড়ানোর পাশাপাশি ৪০ কেজি পোনা মাছ উদ্ধার এবং ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে । জালগুলোর মূল্য আনুমানিক ১৪-১৬ টাকা হবে বলে জানা গেছে।
জুলাই -আগস্ট এই দুই মাসে অভিযানে এসব জাল জব্দ করা হয়।
মৎস্য আইন অনুযায়ী, ফাল্গুন থেকে শ্রাবণ মাছ পর্যন্ত এই সময়ে মাছ ডিম দেয়, ডিম থেকে ফুটে বাচ্চা হয়। এই সময়ে মাছ ধরা নিষিদ্ধ।
এ কারণে বিভিন্ন সময় হাকালুকি হাওরে অভিযান করে মৎস্য অফিস।
শনিবার ভোরে উপজেলা মৎস্য কর্মকর্তা মো মনিরুজ্জামানের সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ২০০ টি টপচাই জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এর আগে ২৭ জুলাই জায়ফর নগর ইউনিয়নের নয়াগ্রাম এলাকার হাকালুকি হাওর থেকে ১১ হাজার মিটার (৪টি) জগৎবেড় জাল,টপছাই ২০০০ টি,কারেন্ট জাল ১০ হাজার মিটার, ৫ টি ম্যাজিক জাল জব্দ করা হয়।