মৌলভীবাজারের কমলগঞ্জে নিম্নতম মজুরি বোর্ডের সম্পূর্ণ অগণতান্ত্রিক উপায়ে প্রণীত গেজেট প্রত্যাখ্যানের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-দলই ভ্যালীর নেতৃবৃন্দরা।
আজ সোমবার (৩ সেপ্টেম্বর) দুপুরে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীনের হাতে এ স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে উপজেলা পরিষদের সম্মুখে এক সমাবেশ করেন চা শ্রমিক নেতারা।
স্মারকলিপি প্রদান ও সমাবেশে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-দলই ভ্যালীর সভাপতি ধনা বাউরীর নেতৃত্বে উপস্থিত ছিলেন মনু-দলই ভ্যালীর সহ-সভাপতি গায়ত্রী রাজভর, সাধারণ সম্পাদক নির্মল দাস পাইনকা, মৃর্তিঙ্গা চা বাগানের পঞ্চায়েত সভাপতি মন্টু অলমিক, মাধবপুর চা বাগানের পঞ্চায়েত সভাপতি বাবুল আহমেদ, সাধারণ সম্পাদক গোপাল রাজভর, ডবলছড়া চা বাগানের পঞ্চায়েত সভাপতি সঞ্জু তাঁতী, মদনমোহনপুর চা বাগানের পঞ্চায়েত সভাপতি উমা শংকর গোয়ালা, সাধারণ সম্পাদক অযোদ্ধা কৈরি, কুলাউড়ার তিলকপুর চা বাগানের পঞ্চায়েত সভাপতি বীরবল গোয়ালা, ফুলবাড়ি চা বাগানের পঞ্চায়েত সভাপতি মনোরঞ্জন পাল, সাধারণ সম্পাদক সিতাংশু পাল, নুরজাহান চা বাগানের পঞ্চায়েত সভাপতি তরনী ফুলমালী, সাধারণ সম্পাদক বিক্রম চান কানু প্রমুখ।
স্মরকলিপিতে বলা হয়, নিম্নতম মজুরি বোর্ড কর্তৃক সম্পাদিত গেজেট সম্পূর্ণ অগণতান্ত্রিক উপায়ে প্রণীত হয়েছে। নিয়ম অনুযায়ী চা শ্রমিকদের মজুরি সংক্রান্ত গেজেট সরকার, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের (ত্রিপক্ষীয়) আলাপ-আলোচনায় সম্পাদিত হয়। কিন্তু এই গেজেটটি শ্রমিক প্রতিনিধিদের সাথে কোন আলাপ-আলোচনা ছাড়াই গৃহীত হয়েছে। গেজেটটিতে প্রতি বছর পাঁচ শতাংশ হারে মজুরি বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। বর্তমানে চা শ্রমিকদের মজুরি মাত্র ১৭০ টাকা। পাঁচ শতাংশ বৃদ্ধি হলে মজুরি বাড়বে মাত্র সাড়ে ৮ টাকা। আমরা দেখেছি গত কয়েকবছর ধরে জিনিসপত্রের দাম ক্রমাগত বাড়ছে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে দ্বিগুণ বা তিন গুণ হচ্ছে। অর্থনীতিবিদদের আশঙ্কা সামনের সময়ে দ্রব্যমূল্য আরও বাড়বে। এ অবস্থায় মাত্র পাঁচ শতাংশ মজুরি বৃদ্ধি চা শ্রমিকদের সাথে চুড়ান্ত প্রতারণা। অবিলম্বে চা শ্রমিক স্বার্থবিরোধী গেজেট বাতিল করে ৫০০ টাকা মজুরি প্রণয়ন ও অন্যান্য সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয় স্মারকলিপিতে।