1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাজ্য- বললেন পররাষ্ট্র সচিব
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৫ পূর্বাহ্ন

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায় যুক্তরাজ্য- বললেন পররাষ্ট্র সচিব

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৭ জন পড়েছেন

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, যুক্তরাজ্য বাংলাদেশে একটি ‘অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত’ নির্বাচন দেখার প্রত্যাশা প্রকাশ করেছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে দুই দেশের মধ্যে অনুষ্ঠিত পঞ্চম কৌশলগত সংলাপের সময় যুক্তরাজ্যের পক্ষে বাংলাদেশের সঙ্গে নির্বাচন ইস্যু নিয়ে আলোচনায় এই প্রত্যাশা করা হয় বলে জানান পররাষ্ট্র সচিব।

তিনি আর‌ও বলেন, অনিয়মিত বা অবৈধ হয়ে পড়া বাংলাদেশিদের ফেরাতে যুক্তরাজ্যের সঙ্গে শিগগিরই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা এসওপি চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। কৌশলগত সংলাপে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংলাপের সময় যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে নির্বাচন ইস্যু নিয়ে আলোচনা করে। তিনি বলেন, যেহেতু তারা আমাদের পুরনো বন্ধু এবং উন্নয়ন সহযোগী, তাই আমাদের নির্বাচন নিয়ে তাদের আগ্রহ রয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরাও আমাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছি। আমরা ইতিবাচক আলোচনা করেছি।

অংশগ্রহণমূলক নির্বাচন বিষয়ে যুক্তরাজ্যের বক্তব্য কী এমন প্রশ্নে পররাষ্ট্র সচিব বলেন, ‘অংশগ্রহণমূলক’ শব্দের অনেক অর্থ হতে পারে। সব মানুষের ভোটাধিকার প্রয়োগ এক ধরনের অংশগ্রহণমূলক নির্বাচন। তারা জানেনা কোন দল কী ভাবছে। ‘

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!