ছাত্রলীগের কেন্দ্রীয় দুই নেতাকে মারধর করে আহত করার ঘটনায় সাময়িক বরখাস্ত এডিসি হারুন অর রশিদকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, হারুন-অর-রশিদকে (বিপি-৮৮১৩১৫৯৪৪৪) অতিরিক্ত পুলিশ সুপার (বর্তমানে সাময়িক বরখাস্ত এবং পুলিশ অধিদফতরে সংযুক্ত) রেঞ্জ ডিআইজির কার্যালয়, রংপুরে সংযুক্ত করা হলো।