1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
‘পুলিশ অপরাধে জড়ালে কঠোর ব্যবস্থা’ -- আইজিপি
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:৫৫ পূর্বাহ্ন

‘পুলিশ অপরাধে জড়ালে কঠোর ব্যবস্থা’ — আইজিপি

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০ জন পড়েছেন

বাংলাদেশ পুলিশের কোনো সদস্য অপরাধে জড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

আইজিপি বলেছেন, কোনো পুলিশ সদস্য অপকর্ম করলে বা অপরাধের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তার দায়ভার পুলিশ বাহিনী বহন করবে না। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ঢাকা জেলার মিল ব্যারাক পুলিশ লাইন্সে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আইজিপি বলেন, একসময় জঙ্গিবাদ ও সন্ত্রাসের উত্থান দেখেছে দেশবাসী ও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ছিল সন্ত্রাসের জনপদ। ৬৩ জেলায় একসঙ্গে বোমা হামলা হয়েছে। এখন আমরা কি অবস্থা দেখছি? জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর ‘জিরো টলারেন্স’ নীতিতে পুলিশ দায়িত্ব পালন করায় দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে। শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে।

পুলিশের প্রতি জনগণের প্রত্যাশা বেড়েছে উল্লেখ করে আইজিপি বলেন, এ অবস্থা ধরে রাখতে পুলিশ সদস্যদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। আগামীতে স্বাভাবিক আইনশৃঙ্খলা বজায় রাখতে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশের সক্ষমতা রয়েছে। জনগণের জানমাল রক্ষার্থে পুলিশ আইনানুগ দায়িত্ব পালনে প্রস্তুত।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!