বাজারে এলো নতুন আইফোন ১৫ সিরিজ। অ্যাপলের নতুন এই ফোনে ক্যামেরা ও ব্যাটারিতে চমক থাকছে। আইফোন ১৪ মডেলের মতো এই ফোনেও মিলবে স্যাটেলাইট কানেক্টিভিটি।
প্রতি বছর আইফোনের নতুন সিরিজ এনে চমক দেয় অ্যাপেল, এবারে সিরিজে বিশেষ কী থাকছে জানেন?
আইফোন ১৫ সিরিজে পুরনো মডেলের থেকে বেশ কিছু বদল করতে চলেছে কোম্পানি। প্রথমত স্মার্টফোনের ওজন ১০ শতাংশ কম হতে চলেছে। আঙুলের ছাপ যাতে না থাকে তার জন্য ফোনে ব্রাশড ফিনিশ থাকতে চলেছে।