আফ্রিকার দেশ লিবিয়ায় ভয়াবহ বন্যার পর উদ্ধারকারীরা লাশ উদ্ধার করতে হিমশিম খাচ্ছে। তারা জানিয়েছেন, সুনামির মতো বন্যার পানিতে সাগরে ভেসে গেছে ক্ষতিগ্রস্তদের মৃতদেহ।
দেশটির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ শহর দেরনায় অ্যাম্বুলেন্স কর্তৃপক্ষের মতে কমপক্ষে ২,৩০০ জন নিহত হয়েছেন।
রোববার ড্যানিয়েল নামে একটি ঝড় আঘাত হানলে দেরনায় দু’টি বাঁধ এবং চারটি সেতু ভেঙে পড়ে। এছাড়া শহরের বেশিরভাগ অংশ ডুবে যায়।