মৌলভীবাজারের কমলগঞ্জের রাজকান্দি বনরেঞ্জে দায়িত্বে থাকা বাগান মালী ফরিদ মিয়ার বিরুদ্ধে রেঞ্জ কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে রমরমা টোকেন বানিজ্যর অভিযোগ উঠেছে। ফলে প্রতিনিয়ত তার দাপটে অতিষ্ট হয়ে উঠেছেন সাধারণ মানুষরা।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন ব্যবসায়ী ও স্থানীয়ভাবে জানা গেছে, রাজকান্দি বনরেঞ্জে ২০১৪ সালে বাগানমালী পদে যোগদান করেন ফরিদ মিয়া। দীর্ঘদিন একই এলাকায় অবস্থান করায় উপজেলার প্রত্যন্ত অঞ্চল আঙুল ফুলে কলাগাছ হয়ে গেছেন তিনি। তাই স্থানীয় কাঠ ও বাঁশ চোরাকারবারীদের সাথে তার গড়ে উঠেছে বিশেষ সখ্যতা। তিনি বাগানমালি পদে বেতন ভাতা পেলেও রেঞ্জ অফিসের সকল দায়িত্বই পালন করে আসছেন।
অভিযোগ উঠেছে, চোরাকারবারীদের কাছে তিনি রেঞ্জ কর্মকর্তার কাছের লোক বলে পরিচয় দেন। রেঞ্জ কর্মকর্তার নাম ব্যবহার করে নিয়মিত অর্থের বিনিময়ে চোরাকারবারীদের কাঠ ও বাঁশের গাড়ী পাচারে সহযোগিতা করে আসছেন। এছাড়া যারা তাকে অর্থ দিতে অপারগতা প্রকাশ করে, তিনি তাদের মাল আটক করিয়ে দেন। এছাড়া স্থানীয় সমিল গুলোতে নিয়মিত যোগাযোগ রক্ষা করে অবৈধ চোরাই কাঠ চিড়াইয়ে সহযোগিতা করে থাকেন।
এদিকে স্থানীয় নাগরিকরা বাড়ীর নিত্যকাজের জন্য মুলিবাঁশ, জাইবাঁশ, টুকরী, ঝাঁকা আদমপুর ও ভানুগাছ বাজারের নিয়মিত বিক্রি করলেও সেখানে মাসোহারা আনার কারনে কোন অভিযান না করলেও নাগরিকরা ক্রয় করে বাড়ীতে আনার পথে পথিমধ্যে গতিরোধ করে মাল আটক ও মামলা দেয়ার ভয় দেখিয়ে অর্থ আদায় করেন।
কমলগঞ্জ পৌর এলাকার বাসিন্দা আজিদ, রাসেলুর রহমান ও সাইদুর রহমানসহ বেশ কয়েকজন অভিযোগ করে বলেন, ‘তারা বাড়ীর কাজের জন্য আদমপুর বাজার থেকে বাঁশ ও ঝাঁকা আনলে পথে আটকিয়ে অর্থ আদায় করে থাকেন ফরিদ।’
অভিযোগের বিষয়ে জানতে ফরিদ মিয়ার সাথে যোগাযোগের চেষ্ঠা করা হলে তাকে পাওয়া যায়নি।
রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম তার সম্পৃক্ততা অস্বিকার করেন। তিনি বলেন, ‘আমি এমন বানিজ্যে জড়িত নই। বাগানমালির বিরোদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরোদ্ধে ব্যবস্থা নিব।’