মঙ্গলবার রাতে ফিলিস্তিনের গাজার আল আহলি আরব হাসপাতালে ইসরায়েলি হামলায় অন্তত ৫০০ জন নিহত হয়েছেন। আর অনেকেই হাসপাতালের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। ওই হাসপাতালটিতে ইসরায়েলের হামলায় আহতসহ শত শত রোগী ভর্তি ছিলেন। এ ছাড়া জোরপূর্বক বাস্তুচ্যুত ফিলিস্তিনিরাও এখানে আশ্রয় নিয়েছিলেন।
হাসপাতালে আহত মানুষদের গণহত্যায় ক্ষোভে ফেটে পড়েছেন ফিলিস্তিন ও হামাসের মিত্র দেশ ইরান। এ গণহত্যার প্রতিবাদে বিশ্ববাসীকে ইসরায়েলের বিরুদ্ধে এক হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির-আব্দুল্লাহিয়ান।