ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় গত ১৩ দিনে প্রাণ হারিয়েছে ১ হাজার ৫২৫ শিশু।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) নিয়মিত ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে তারা বলেছে, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের নির্বিচার বিমান হামলায় ৩ হাজার ৭৮৫ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। যার মধ্যে শিশুই হলো ১ হাজার ৫২৫ জন। এছাড়া তাদের হামলায় প্রাণ হারিয়েছেন ১ হাজারেরও বেশি নারী।
ফিলিস্তিনি সংবাদমাধ্যম ওয়াফা জানিয়েছে, আজ বৃহস্পতিবারও গাজা ও অধিকৃত পশ্চিম তীরে উল্লেখ সংখ্যক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এরমধ্যে মিসর সীমান্তবর্তী রাফায় ক্ষেপণাস্ত্র হামলায় বিভিন্ন পরিবারের ৩০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অনেকে। তাদের আবু ইউসুফ আল-নাজ্জার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।