1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
ঘূর্ণিঝড় ‘হামুনে’ উত্তাল কক্সবাজারের সাগর
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:০৩ অপরাহ্ন

ঘূর্ণিঝড় ‘হামুনে’ উত্তাল কক্সবাজারের সাগর

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১১ জন পড়েছেন

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘুর্ণিঝড় ‘হামুন’-এর প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর। সোমবার থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এ কারণে কক্সবাজারকে ৬ নম্বর বিপৎসংকেত দেখানো হয়েছে। আর উপকূলের বাসিন্দাদের সরিয়ে আনতে মাইকিং করছে প্রশাসন।

কক্সবাজারের সহকারী আবহাওয়াবিদ মো. ইমাম উদ্দিন বলেন, ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে সোমবার সকাল থেকে কক্সবাজার ও উপকূলীয় এলাকায় বৃষ্টি হচ্ছে। সোমবার সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে ২টা পর্যন্ত ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

মঙ্গলবার দুপুরে সমুদ্র সৈকতে গিয়ে দেখা গেছে, সাগর উত্তাল। আর সেই উত্তাল সাগরে পর্যটকরা গোসল করছেন। কিন্তু ঝুঁকি থাকায় তাদের সরিয়ে নিচ্ছে প্রশাসন। একই সাথে জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশ সাগরে না নামতে মাইকিং করছেন, লাল পতাকা টাঙিয়েছেন। তবুও শুনছে না পর্যটকরা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!