দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে নির্বাচন কমিশনারদের মধ্যে সমন্বয়হীনতা নেই বলে দাবি করেছেন ইসি আহসান হাবিব খান। তিনি বলেন, ‘এখনও ভোটের অনুকূল পরিবেশ নেই বলে ইসির ধারণাপত্রে পর্যবেক্ষণ বাস্তব।’
মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে ২৫তম কমিশনের সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়ার মৃত্যুতে শূন্য হওয়া পটুয়াখালী-১ আসনের উপনির্বাচন নিয়ে এই সভা ডাকা হয়।
নির্বাচনের পরিবেশ-পরিস্থিতি নিয়ে গণমাধ্যম সম্পাদকদের কাছে ধারণাপত্র পাঠিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আমন্ত্রণপত্রের সঙ্গে দেওয়া ধারণাপত্রে বলা হয়েছিল অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচনের জন্য যে অনুকূল পরিবেশ প্রত্যাশা করা হয়েছিল সেটি এখনো হয়ে ওঠেনি।