1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
বনবিভাগকে খবর দিয়ে ১২টি টিয়াপাখি উদ্ধার করলেন চেয়ারম্যান!
রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ০৪:৪২ অপরাহ্ন

বনবিভাগকে খবর দিয়ে ১২টি টিয়াপাখি উদ্ধার করলেন চেয়ারম্যান!

  • প্রকাশিত : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৯ জন পড়েছেন

মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের কাউয়ারগলা সংলগ্ন রাজকান্দি এলাকায় অভিযান চালিয়ে ১২টি টিয়াপাখি উদ্বার ও পাখি ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) সকালে আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন বনবিভাগকে খবর দিয়ে নিজেই পাখিগুলোকে উদ্বার করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন। পরে বন বিভাগের কাছে টিয়াপাখিগুলো তুলে দেন তিনি। এসময় রাজকান্দি রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল ইসলাম, সাংবাদিক শাব্বির এলাহী, ইউপি সদস্য রুশন মিয়া উপস্থিত ছিলেন।

আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে আমার এলাকায় কিছু অসাধু লোকজন পাখি শিকার করে আসছিলো। সোমবার বনবিভাগকে খবর দিয়ে পাখিগুলোকে উদ্বার করে ইউনিয়ন পরিষদে নিয়ে এসে পরে বন বিভাগের কাছে তুলে দিয়েছি।’

মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘আমরা এ মাসের ২৪ তারিখ ওই এলাকায় গিয়ে আসছিলাম। সেখানে বন্যপ্রাণী ধরার খবরটি অনেকেই আমাদের জানিয়েছিল। সেদিন ওই এলাকার চেয়ারম্যানকে আমরা দায়িত্ব দিয়ে আসি যেন কেউ বন্যপ্রাণী শিকার না করে। সোমবার সকালে চেয়ারম্যান আমাদের খবর দিয়ে সেখানে নিয়ে যান। চেয়ারম্যানের সহযোগিতায় আমরা ১২টি টিয়া পাখি ও পাখি ধরার সরঞ্জাম উদ্বার করে নিয়ে আসি। পাশাপাশি ওই এলাকায় স্থানীয়দের নিয়ে একটি সচেতনতামূলক সভা করি। পাখিগুলো কিছু অসুস্থ্য থাকায় আমরা আপাতত রেসকিউ সেন্টারে রেখেছি। পুরোপুরি সুস্থ হলে পাখিগুলো অবমুক্ত করে দিবো।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!