1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
হবিগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ: পুলিশসহ আহত ৩০
রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১১:১১ অপরাহ্ন

হবিগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ: পুলিশসহ আহত ৩০

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১১ জন পড়েছেন

হবিগঞ্জের বাহুবলে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়েছে।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মিরপুর বাজারে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৫০ রাউন্ড টিয়ারশেল ও ফাঁকা গুলি করে। সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ উভয় দলের অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন। সংঘর্ষে আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এরমধ্যে আশঙ্কাজনক অবস্থায় শাহ আলম নামে পুলিশের এক কনস্টেবলকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে প্রেরণ করা হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিরপুর বাজারে বিএনপির নেতাকর্মীরা অবরোধের সমর্থনে পিকেটিং শুরু করে। এসময় শান্তি সমাবেশে পাহারায় থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় দলের নেতাকর্মীরা লাঠিসোঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী এ সংঘর্ষ চলে।

বাহুবল মডেল ওসি মো. মশিউর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ অভিযান চালিয়ে ৩ বিএনপি নেতাকে আটক করেছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!