মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নিয়োগ কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ৬টি পদে নিয়োগের জন্য অনিয়মতান্ত্রিক উপায়ে সভাপতি একক ক্ষমতাবলে থাকার অভিযোগ করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির দুই অভিভাবক সদস্য। গত ১১ অক্টোবর মৌলভীবাজার জেলা প্রশাসক বরাবরে এই অভিযোগ করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি প্রধান শিক্ষক, কম্পিউটার ল্যাব অপারেটর, অফিস সহায়ক, পরিচ্ছন্নতা কর্মী ও আয়াসহ ৬টি পদে নিয়োগের জন্য গত ৭ অক্টোবর বাছাই ও নিয়োগ কমিটি গঠন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির দুই সদস্যের প্রতিবাদ সত্ত্বেও সভাপতি একক ক্ষমতাবলে অনিয়মতান্ত্রিক পন্থায় জোরপূর্বক কমিটি গঠন করেন। উক্ত বাছাই ও নিয়োগ কমিটি সম্পূর্ণ তাদের সম্প্রদায়ের দ্বারা প্রভাবিত বলে জোর প্রতিবাদ জানান বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য ব্রজ গোপাল সিংহ ও মো. রুশন আলী। তাদের জোর প্রতিবাদ সত্তেও ষড়যন্ত্রমূলকভাবে কোন রকম নিয়মনীতি না মেনে কমিটি গঠন করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য ব্রজ গোপাল সিংহ ও মো. রুশন আলী কমলগঞ্জের ডাককে বলেন, ‘আমাদের জোর প্রতিবাদ সত্তেও সভাপতি একক ক্ষমতাবলে বাছাই ও নিয়োগ কমিটি গঠন করেন। বর্তমানে নিয়োগ প্রক্রিয়া স্বাভাবিক গতিতে কাজ চলমান রয়েছে। এতে এলাকায় উত্তেজনা ও বিশৃঙ্খলার জন্ম দিয়েছে। গভীর ও ষড়যন্ত্র করে তাদের নিজেদের সম্প্রদায়ের লোকদের ৬টি পদেই নিয়োগের পায়তারা চালিয়ে যাচ্ছেন। ৬টি পদেই আবেদন জমা হলেও তাদের ইচ্ছেমতো বেশ কিছু আবেদন বাতিল করেছেন।’
তারা বলেন, বিষয়টি তদন্তাধীন থাকা অবস্থায় নিয়োগ প্রক্রিয়া কতটা যুক্তিসঙ্গত।
স্থানীয় অভিভাবকরা অভিযোগ করেন, উপজেলা শিক্ষা অফিসারের যোগসাজশে এসব ষড়যন্ত্র চক্রান্ত চলছে। উপজেলা শিক্ষা অফিসার শামসুন্নাহার পারভীন ২০১৬ সাল থেকে এখানে বহাল তবিয়তে রয়েছেন। ফলে বিগত ৭ বছর ধরে উপজেলার সবকটি বিদ্যালয়ে নিয়োগ ও কমিটি গঠনে রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন। শিক্ষা অফিসারের কারনে বিভিন্ন বিদ্যালয়ে নানা সমস্যারও সৃষ্টি হচ্ছে।
এ বিষয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. আহমদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘অভিযোগ পেয়ে যথা সময়েই জবাব দিয়েছি। এখানে নিয়ম মোতাবেক কমিটি গঠন করা হয়েছে। কোন অনিয়ম হয়নি। ’
কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন্নাহার পারভীন বলেন, ‘নিয়ম কানুন মেনেই কমিটি গঠন করা হয়েছে। এখানে অনিয়মের কোন সুযোগ নেই। আর বিদ্যালয়গুলোতে নিয়োগ ও কমিটি গঠনেও কোন অনিয়ম হওয়ার সুযোগ নেই।’
অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন বলেন, ‘জেলা প্রশাসক কার্যালয়ের শিক্ষা ও কল্যাণ শাখা থেকে তদন্তের জন্য এসেছে। তদন্ত করে প্রতিবেদন দেয়া হবে।’