1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
তফসিলের পর ৮ জেলায় ট্রেনসহ ৩৬ যানবাহনে আগুন, ভাঙচুর
মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১০:৩০ পূর্বাহ্ন

তফসিলের পর ৮ জেলায় ট্রেনসহ ৩৬ যানবাহনে আগুন, ভাঙচুর

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ৩ জন পড়েছেন

আসন্ন জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর টাঙ্গাইল, ঢাকা-গাজীপুর-চাঁদপুর, বগুড়া, সিলেট, নোয়াখালী ও চট্টগ্রামে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘ্টনা ঘটেছে।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় তফসিল ঘোষণার পর থেকে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) মধ্যরাত পর্যন্ত এ ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।

এছাড়াও বিএনপি ও সমমনা দলগুলোর পঞ্চম দফা অবরোধের মধ্যেও আজ সারাদেশে তফসিল ঘোষণার প্রতিবাদে বেশ কয়েকটি দল হরতাল কর্মসূচি পালন করছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করে গণতন্ত্র মঞ্চ। এছাড়া একই ইস্যুতে আধাবেলার হরতাল ডাকে বাম গণতান্ত্রিক জোট।

সিলেট-
 সিলেটে রাত পৌনে ৯টার দিকে শাহপরানের দাসপাড়ায় লেগুনায় আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিস সেখানে পৌঁছায়। সিলেট সেনানিবাস ফায়ার স্টেশনের ২ ইউনিট আগুন নেভানোর কাজ করে।
টাঙ্গাইল-
এদিকে টাঙ্গাইলের সদর উপজেলায় রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ‘টাঙ্গাইল কমিউটার’ ট্রেনে আগুন দেয় অবরোধ সমর্থকরা। এ সময় ট্রেনের দুটি বগি সম্পূর্ণ ভস্মীভূত এবং একটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত ৩টার দিকে উপজেলার ঘারিন্দা রেলস্টেশনে টাঙ্গাইল থেকে ঢাকাগামী ওই ট্রেনে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন ঘারিন্দা রেলস্টেশনের বুকিং মাস্টার সেলিম মিয়া।
ঢাকার দোহার-
এদিকে ঢাকার দোহার বাজারে বুধবার রাত ১০টার দিকে একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের সদর দফতরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জাননো হয়।
ফায়ার সার্ভিস জানায়, দোহার ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ করেছে। এ সময় পুলিশ তাদেরকে নিরাপত্তা দেয়।
গাজীপুর-
গাজীপুরের শ্রীপুরে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় অবরোধ সমর্থকরা। রাত পৌনে ১২টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
চাঁদপুর-
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে ছোট-বড় অন্তত ২০টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। বুধবার রাত ৮টার পর মহাসড়কের ঘোষেরহাট ও পল্লীবিদ্যুৎ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুর্বৃত্তদের হামলায় গাড়িচালক ও যাত্রী মিলিয়ে অন্তত ১৫ জন আহত হন। তবে আহতদের নাম জানা যায়নি। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনার পর চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়ের নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশের বেশ কয়েকটি টিম ও বিজিবি মোতায়েন করা হয়।
নোয়াখালী-
নোয়াখালী শহরের বিভিন্ন এলাকায় অন্তত ১০টি কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয়েছে। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল হক রনি এ তথ্য জানান।
চট্টগ্রাম-
চট্টগ্রামে রাত ১০টা ৫০ মিনিটের দিকে খুলশীর ওয়াসার মোড় এলাকায় রাস্তার পাশে পার্কিং করা দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগ্রাবাদ ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।

বিএনপি-জামায়াতের পঞ্চম ধাপে ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের আগের রাতেও মঙ্গলবার (১৪ নভেম্বর) রাজধানীতে চারটি বাসে আগুন দেয় অবরোধকারীরা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!