1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
ইউপি চেয়ারম্যানসহ মোট ২০ জনের করোনা শনাক্ত
শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:৩৫ পূর্বাহ্ন

ইউপি চেয়ারম্যানসহ মোট ২০ জনের করোনা শনাক্ত

  • প্রকাশিত : সোমবার, ১৮ মে, ২০২০
  • ৫৫৪ জন পড়েছেন

ডাক অনলাইন ডেস্ক:: পঞ্চগড়ের বোদা উপজেলায় নমুনা সংগ্রহের পরীক্ষার পর এক সাবেক ইউপি চেয়ারম্যানের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তার বয়স ৬৫ বছর। তার বাড়ি বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের প্রধানপাড়া গ্রামে। এ নিয়ে জেলায় করোনাভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২০ জনে।

রবিবার সন্ধ্যায় এক ব্যাক্তির করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় জেলা সিভিল সার্জন ডা. ফজলুর রহমান।

এদিকে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোলেমান আলী জানিয়েছেন, ঢাকা থেকে ওই বৃদ্ধ তার স্ত্রীর লাশ নিয়ে বাসা ফেরার পরই ওই দিনই তার বাড়ি লকডাউন করা হয়েছিল। তবে করোনা শনাক্ত হওয়ার রিপোর্ট পাওয়ার পরপরই করোনা আক্রান্ত হওয়া ব্যক্তির বাড়ির আশপাশের কয়েকটি বাড়ি বাড়তি সতর্কতার জন্য লকডাউন করে রাখা হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, করোনা শনাক্ত হওয়া বোদা উপজেলার আক্রান্ত ব্যক্তি একজন বৃদ্ধ। তার স্ত্রী মারা যাওয়ায় গত ১৫ মে ঢাকা থেকে তার পরিবারসহ নিজ বাসায় ফেরেন। তবে ওই বৃদ্ধ ঢাকায় তার ছেলের বাসায় থাকতেন। তার কিডনির সমস্যা হওয়ায় সেখানে থেকে থেরাপিসহ চেককাপ করাতেন। তিনি তার পরিবারের বাাক সদস্যরাসহ ঢাকা থেকে তার গ্রামের বাড়িতে ফিরলে তাদের সবাইকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।

১৫ মে ওই পরিবারের ৪ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে প্রেরণ করলে রবিবার ওই বৃদ্ধের নমুনার রিপোর্ট পজিটিভ আসে।

পঞ্চগড়ে এ পর্যন্ত নমুনা সংগ্রহ করে রংপুর ও দিনাজপুর এবং ঢাকা আইইডিসিআরে পাঠানোর পর ৭৮৭ জনের মধ্যে ৭৫৬ জনের রিপোর্ট এসেছে। এর মধ্যে পজিটিভ ২০ জন। এদের মধ্যে ৭ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

পঞ্চগড় সিভিল সার্জন ডা. ফজলুর রহমান একজনের করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করে আরো জানান, ওই বৃদ্ধের শারীরিক অবস্থা আশঙ্কাজনক মনে হওয়ায় ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। সেখানে তাকে আইসোলেশনে ভর্তি করানো হবে। তার বাকি চিকিৎসা সেখান থেকে করানো হবে। তবে ইতিমধ্যে ৭ জন করোনা থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। তারা তাদের নিজ বাড়িতে আছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!