ডাক অনলাইন ডেস্কঃ মৌলভীবাজারের কমলগঞ্জে জেলা পরিষদের উদ্যোগে পৌরসভা ও ইউনিয়নের অসহায় কর্মহীন ১৫৫ পরিবারের জন্য খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। জেলা পরিষদের পক্ষে থেকে খাদ্য সামগ্রী তুলে দেন জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন।
সোমবার (১৮ মে) দুপুর ১২টা উপজেলা পরিষদ প্রাঙ্গনে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব খাদ্যে সামগ্রীগুলোর প্যাকেট বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, ইউএনও আশেকুল হক, শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, সাংবাদিক শাহীন আহমেদ,সালাহ্উদ্দিন শুভ,হৃদয় ইসলাম,সমাজ সেবক নজরুল ইসলাম প্রমুখ।