1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
সারাদিন গাদাগাদি করে পারাপার, বিকেলে বন্ধ ফেরি
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০২:১৮ অপরাহ্ন

সারাদিন গাদাগাদি করে পারাপার, বিকেলে বন্ধ ফেরি

  • প্রকাশিত : সোমবার, ১৮ মে, ২০২০
  • ৪৮৪ জন পড়েছেন

ডাক অনলাইন ডেস্কঃ মাদারীপুরের কাঁঠালবাড়ি শিমুলিয়া-নৌরুটে কোনোভাবেই ঠেকানো যাচ্ছিল না যাত্রীর চাপ। অবশেষে সোমবার বিকেলে নৌ মন্ত্রণালয়ের সিদ্ধান্তে বন্ধ ঘোষণা করা হয় ফেরি চলাচল। এতে শিমুলিয়া অংশে আটকে থাকতে দেখা গেছে কয়েক হাজার যাত্রীকে।

ফেরি বন্ধ হওয়ায় পদ্মা নদী পার হওয়ার জন্য যাত্রীদের সামনে আর কোনো উপায় থাকলো না।

এর আগে সোমবার সকাল থেকে গাদাগাদি করেই ফেরি পারাপার হতে দেখা গেছে যাত্রীদের। শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের লঞ্চ, স্পিডবোট বন্ধ থাকায় ফেরিতে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। তবে কাঁঠালবাড়িয়া ফেরি ঘাটের মাদারীপুরে অংশে যাত্রী তুলনামূলক কম দেখা গেছে।
মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে রাজধানী থেকে বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাত্রীদের চাপ ছিল বেশি।

প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা না থাকায় ঘাটে যানবাহনের চাপ সোমবার বেড়ে যায়। দুই পাড়েই শতাধিক যানবাহন যাত্রী বহন করে।

যাত্রীরা মোটরসাইকেল, ইজিবাইকে চড়ে ফেরি ঘাটে আসেন। বৃদ্ধ ও শিশুদের নিয়ে যে গাদাগাদি করে তারা ফেরিতে উঠেছেন।

ফেরি থেকে কাঁঠালবাড়িয়া নেমে যাত্রীদের বরিশাল, খুলনা,ভোলা, গোপালগঞ্জসহ দক্ষিনাঞ্চলের বিভিন্ন জেলার যেতে কয়েক গুন বেশি ভাড়া দিয়ে ইজিবাইক, মাহিন্দ্রা, ভ্যান, মোটরসাইকেলে চড়তে দেখা গেছে।

এ ছাড়া দক্ষিণাঞ্চলের দূরপাল্লার যাত্রীদের অনেককে বরিশাল, পটুয়াখালী যাওয়ার জন্য অতিরিক্ত ভাড়া দিয়ে মোটরসাইকেলে উঠতে দেখা গেছে।

মাদারীপুর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম বলেন, মানুষ বিভিন্ন উপায় ফেরি ঘাটে এসে জমায়েত হয়। কাঁঠালবাড়ী ঘাটে যেন যাত্রীরা জড়ো না হতে পারে সে ব্যাপারে ফেরি কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের এজিএম শফিকুল ইসলাম বলেন, নৌপরবিহন মন্ত্রণালয়ের নির্দেশে সোমবার বিকাল থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!