1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
বুড়িগঙ্গায় কচুরিপানায় ভোগান্তি
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:১২ অপরাহ্ন

বুড়িগঙ্গায় কচুরিপানায় ভোগান্তি

  • প্রকাশিত : সোমবার, ১৮ মে, ২০২০
  • ৪৩০ জন পড়েছেন

বুড়িগঙ্গা নদীতে কচুরিপানার কারণে ব্যাহত হচ্ছে নৌ চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে নৌযান চালক ও যাত্রীদের।

গত কয়েকদিনে নদীতে কচুরিপানা অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে। কচুরিপানার কারণে বুড়িগঙ্গা নদীতে সবুজের সমারোহ ছাড়া কিছুই দেখা যায় না।

সরেজমিন বুড়িগঙ্গা নদীর বাবু বাজার সেতু থেকে পোস্তগোলা সেতু এলাকা ঘুরে দেখা যায়, কচুরিপানার কারণে কোনো নৌযান ঠিকমতো চলাচল করতে পারছে না। ট্রলারগুলো কোনমতে চললেও বেশি বিপাকে পড়তে হচ্ছে ছোট ছোট নৌকাগুলোকে।

ছোট নৌকাগুলোর নদীর এক পাড় থেকে আরেক পাড়ে যেতে যেখানে আগে ৭-১০ মিনিট লাগতো এখন লাগছে ২০ মিনিটের বেশি সময়।

এতে করে মাঝিদের পাশাপাশি ভোগান্তিতে পরতে হচ্ছে নদী পার হওয়া যাত্রীদের। সময় বেশি লাগার কারণে ও ঝুঁকি থাকায় অনেক যাত্রীই ছোট নৌকাগুলোতে পার হতে চাচ্ছে না। একে তো করোনার কারণে যাত্রী সংখ্যা কম তার উপর কচুরিপানার যন্ত্রণা- এ যেন মাঝিদের জন্য মরার ওপর খারার ঘা।

ওয়াজঘাট এলাকার রুহুল আমিন নামে এক মাঝি বলেন, লকডাউনের কারণে গত ২ মাস তেমন কাজকর্ম ছিলো না। ১০ তারিখ থেকে নৌকা চালাচ্ছি, কিন্তু কচুরিপানার কারণে গত ৩/৪ দিন ধরে তেমন পারাপার করতে পারি না। একবার পার হতেই অনেক বেগ পেতে হয়।

যাত্রীরাও উঠতে চায় না। খুব ঝামেলার মধ্যে আছি। আমাদের সমস্যা দেখারও যেন কেউ নেই। নৌকা চালাতে না পারলে খামু কি আল্লাহ ভালো যানে।

ট্রলার চালক সালাম বলেন, পুরো নদী কচুরিতে ভরা, একবার পার হতে গেলে তিনবার ট্রলার বন্দ হয়ে যায় কচুরির কারণে, এতে করে অনেক ক্ষতি হচ্ছে ট্রলারের, করোনায় অনেক দিন বন্ধ থাকায় অনেক দিন পরে দুইটা পয়শা কামাতে পারছি, নাই্লে এই কচুরিতে ট্রলার চালাতাম না।

সাহেদ নামে একজন যাত্রী জানান, নদী পার হওয়াটা এখন অনেক মুশকিল হয়ে গেছে। কচুরির কারণে ছোট নৌকাগুলোতে সময় অনেক বেশি লাগে আর ঝুঁকিও অনেক তাই কেউ ছোট নৌকায় পার না হয়ে বাধ্য হয়েই ট্রলারে একসাথে অনেকে নদী পার হচ্ছে। মাঝিদের ও যাত্রীদের এ দুর্ভোগ লাঘবে বিআইডব্লিউটিএর কিছু করা উচিত।

এ বিষয়ে বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক (ঢাকা নদীবন্দর) এ কে এম আরিফ উদ্দিন সাথে কথা হলে তিনি জানান, করোনার কারণে লঞ্চ এবং বড়ে জাহাজগুলো নদী দিয়ে চলাচল করতে না পারার কারণে বুড়িগঙ্গায় কচুরিপানা বেড়ে গেছে। আসন্ন বর্ষা মৌসুমে যখন উজান থেকে পানির ঢল নামবে তখন কচুরিপানা চলে যাবে। এছাড়া করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে যখন লঞ্চ চলাচল করবে তখন নদীতে এক ধরনের স্রোতের সৃষ্টি হবে এবং কচুরিপানা এমনিতেই চলে যাবে।

 

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!