1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৭:৪১ অপরাহ্ন

করোনা উপসর্গ নিয়ে আওয়ামী লীগ নেত্রীর মৃত্যু

  • প্রকাশিত : সোমবার, ১৮ মে, ২০২০
  • ৩৬৩ জন পড়েছেন

চাঁদপুর প্রতিনিধি: করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আওয়ামী লীগ নেত্রী চাঁদপুর জেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য খোদেজা রহমান। রবিবার রাত ১১টার দিকে তিনি শহরের একটি বেসরকারী হাসপাতালে মৃত্যুবরণ করেন।

সোমবার ফজর নামাজের পরে জানাজা শেষে শহরতলীর গুনরাজদী পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়। এর আগে করোনা টেস্টের নমুনা সংগ্রহ করা হয়।

খোজেদা রহমান জননন্দিত আওয়ামী লীগ নেতা চাঁদপুর পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত লুৎফুর রহমান পাটওয়ারীর সহধর্মিনী ছিলেন।

খোদেজা রহমান জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির অন্যতম সদস্য ছিলেন।

খোদেজার স্বজনরা জানান, কিছু দিন ধরে তিনি ঠান্ডাজনিত রোগে ভুগছিলেন। রোববার রাতে হঠাৎ করে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে শহরের প্রিমিয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। পরবর্তীতে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজেদা পলিন বলেন, আমরা তার মৃত্যুর আগে অসুস্থতার বিষয়ে জানতাম না। মৃতের স্বজনদের মাধ্যমে জানতে পারি তিনি ঠান্ডাজনিত সমস্যায় ভুগছিলেন। পরে করোনা পরীক্ষার জন্য আমরা তার নমুনা সংগ্রহ করি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিত ব্যবস্থা অনুযায়ী জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।

এ দিকে খোদেজা রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটওয়ারী, চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গনি পাটওয়ারীসহ বিভিন্ন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০২০-২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!