1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
ঘুড়ি ওড়ানো নিষিদ্ধ করল ব্রাহ্মণবাড়িয়া প্রশাসন
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৮ পূর্বাহ্ন

ঘুড়ি ওড়ানো নিষিদ্ধ করল ব্রাহ্মণবাড়িয়া প্রশাসন

  • প্রকাশিত : সোমবার, ১৮ মে, ২০২০
  • ৪১৭ জন পড়েছেন

ডাক অনলাইন ডেস্ক:  ব্রাহ্মণবাড়িয়ায় ঘুড়ি ওড়ানো নিষিদ্ধ করেছে জেলা প্রশাসন। সোমবার জেলা প্রশাসন এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করে।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হায়াৎ উদ-দৌলা খাঁন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া জেলার অনেক স্থানে ব্যাপকহারে ঘুড়ি ওড়ানোর প্রবণতা দেখা যাচ্ছে। ছিঁড়ে যাওয়া সুতাসহ ঘুড়ি পাশের রাস্তা ও অন্যান্য জায়গায় পড়ে যাওয়ায় মানুষ আহত হওয়াসহ একাধিক  দুর্ঘটনা ঘটেছে। এ ছাড়া ঈদ-উল-ফিতরকে সামনে রেখে কিছু স্থানে ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে বলে জানা গেছে। অতীতে এ ধরণের প্রতিযোগিতাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটেছিল। তাই ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতাও নিষিদ্ধ করা হলো।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াৎ উদ-দৌলা খাঁন বলেন, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!