ডাক অনলাইন ডেস্ক: বঙ্গোপসাগরে অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ‘আম্পান’ উপকূলের দিকে ধেয়ে আসার কারণে চট্টগ্রাম বন্দরে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা এলার্ট-৩।
জেটিতে থাকা জাহাজগুলো থেকে পণ্য ওঠানামার কাজ চললেও বহির্নোঙ্গরে বড় জাহাজ থেকে লাইটারেজ জাহাজে পণ্য খালাস কমে গেছে। তবে বন্দর থেকে ডেলিভারি কার্যক্রম এখনো স্বাভাবিক রয়েছে।
বন্দর সূত্র জানায়, আবহাওয়া অধিদপ্তর থেকে চট্টগ্রাম বন্দরের জন্য ছয় নম্বর বিপদ সংকেত দেওয়ার পরপরই সোমবার চট্টগ্রাম বন্দরে বিশেষ সতর্কতা ‘এলার্ট-৩’ জারি করা হয়েছে। বন্দর জেটিতে বার্থিং নেয়া জাহাজগুলোতে পণ্য উঠানামা চালু থাকলেও নতুন করে কোন জাহাজ বার্থিং দেওয়া হচ্ছে না। কর্ণফুলি নদীতে অবস্থানরত জাহাজগুলো একে একে কর্ণফুলী নদীর উজানে নিরাপদ আশ্রয়ে চলে যেতে শুরু করেছে জাহাজ। বহির্নোঙ্গরে থাকা লাইটারেজ জাহাজগুলো বড় জাহাজ থেকে পণ্য খালাস করলেও নতুন করে লাইটারেজ জাহাজ সেখানে যাচ্ছে না। তবে বন্দর থেকে পণ্য ডেলিভারি অব্যাহত রয়েছে।