1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৭:৪৪ অপরাহ্ন

জুয়ার আসর থেকে পালাতে গিয়ে ভবন থেকে পড়ে নিহত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ২২৮ জন পড়েছেন

ডাক অনলাইন ডেস্কঃ রাজধানীর মেরুল বাড্ডায় ভবন থেকে নিচে পড়ে ইউনুস (৫০) নামে এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। ধারনা করা হচ্ছে, জুয়ার আসর থেকে পালাতে গিয়ে তিনি ভবন থেকে পড়ে যান।

সোমবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাত সাড়ে ৮টায় মৃত ঘোষণা করেন।

তার বাড়ি মাদারীপুর সদর উপজেলার ইটবাজিতপুর গ্রামে। তিনি ছেলে-মেয়েসহ পরিবার নিয়ে মেরুল বাড্ডা নিমতলি এলাকায় থাকতেন।

মৃত ইউনুসের ভাতিজা ফারুক ব্যাপারী জানান, শুনেছি নিমতলি মসজিদের পাশে একটি ৩ তলা বাড়ির ভেতরে আরও কয়েকজনের সাথে চাচা জুয়া খেলছিল। সন্ধ্যার সময় পুলিশ ওই বাসায় রেইড দিলে বাসার পেছনের জানলা দিয়ে রশি বেয়ে নামার সময় পড়ে আহত হয় ইউনুস। তখন লোকজন দেখতে পেয়ে সেখানে জড়ো হয়। পরে খবর পেয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৮টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ইসলাম জানান, সন্ধ্যার পর এক সোর্সের মাধ্যমে জানতে পারি ওই বাসায় জুয়ার আসর বসেছে। পরে পুলিশ ওই বাসায় যায়। তবে বাসাটি বন্ধ পাওয়া যায়।

এরপর পুলিশ ফিরে আসে। পরবর্তীতে জানতে পারি একজন জানলা দিয়ে পড়ে গেছে। আবার সেই বাসায় গিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে দেখি জানলা খোলা। সেখানে একটা বাঁশ ও রশি ঝোলানো। ধারণা করা হচ্ছে জুয়ার আসর থেকে পালাতে গিয়ে নিচে পরে তার মৃত্যু হয়েছে। তবে বিস্তারিত জানার চেষ্টা চলছে। মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০২০-২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!