1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
সরকারি জলাশয়ের মাটি বিক্রির অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৩:৫২ অপরাহ্ন

সরকারি জলাশয়ের মাটি বিক্রির অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ৩৭২ জন পড়েছেন

ডাক অনলাইন ডেস্কঃ ঢাকার ধামরাইয়ে সরকারি জলাশয়ের মাটি কেটে ইটভাটায় বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। একটি ইটভাটায় প্রতিদিনই শত শত ট্রাক মাটি বিক্রি হচ্ছে বলে জানা গেছে ।

এমন অভিযোগে ভিত্তিতে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে মদিনা ব্রিকসের মালিক মুনসুর আহম্মেদকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধামরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অন্তরা হালদার।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার কুল্লা ইউনিয়নের সীতি এলাকায় বেতলাই বিলের (জলাশয়) সরকারি জমি থেকে মাটি বিক্রি করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু।

ওই মাটি কিনে নেয় মদিনা ব্রিকস ও মের্সাস মাহী ব্রিকস নামক দুটি ইটভাটার মালিক। প্রতিদিন ভেকু দিয়ে খনন করে শত শত ট্রাক মাটি কেটে নিয়ে যাচ্ছে ইটভাটার মালিকপক্ষ। এতে একদিকে সরকারি বিল নষ্ট হয়ে যাচ্ছে, অন্য দিকে সরকার মোটা অংকের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। দীর্ঘদিন ধরে মাটি বিক্রির বিষয়ে উপজেলা প্রশাসনকে বার বার বলার পর অবশেষে সোমবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে সরকারি মাটি কেটে নেয়ার সত্যতা পেয়ে মদিনা ব্রিকসের মালিককে ২০ হাজার টাকা জরিমানা করে।
জানতে চাইলে মদিনা ব্রিকসের মালিক মো. মুনসুর আহমেদ বলেন, বেতলাইবিল থেকে আমি ২৫ ট্রাক মাটি এনেছি, কিন্তু আমার পাশেই মের্সাস মাহী এন্টারপ্রাইজ (এমএমই) নামক ইটভাটায় গত তিন বছর ধরে ওই বিলের মাটি কেটে আনছে। সেখানে কোনো অভিযান পরিচালনা করেনি সরকারি কোন কর্তৃপক্ষ।

এ ছাড়া তিনি অভিযোগ করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু বেতলাই বিলের মাটি বিক্রি করেছেন। তার কাছ থেকেই এ মাটি কেনা হয়েছে। তার বিরুদ্ধেতো প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু মাটি বিক্রি করার কথা স্বীকার করে বলেন, বেতলাই বিল লিজ নেয়া হয়েছে।

তবে কে লিজ নিয়েছে তা তিনি বলতে পারেননি।

তিনি অভিযোগ করে বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেনের শ্বশুর জোর করেই মাটি কেটে নিয়েছে। এখনো তার কাছে সাড়ে তিন লাখ টাকা পাওয়া যাবে।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা হালদার জানান, এলাকাবাসী ও ভূমি মন্ত্রণালয়ে অভিযোগের ভিক্তিতে জানতে পারি উপজেলার কুল্লা ইউনিয়নের সীতি এলাকায় বেতলাই বিলের (জলাশয়) সরকারি জমির মাটি কেটে নিচ্ছে মদিনা ব্রিকস নামক একটি ইটভাটার মালিক মুনসুর আহম্মেদ। পরে সেখানে গিয়ে অভিযান পরিচালনা করে এর সত্যতা পাওয়ায় ওই ইটভাটার মালিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে ঘটনাস্থলে কোনো আওয়ামী লীগ নেতাকে পাওয়া যায়নি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!