1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
ভারতে ১ লাখ ছাড়িয়েছে করোনা আক্রান্ত
সোমবার, ২৯ মে ২০২৩, ০৯:৫৫ অপরাহ্ন

ভারতে ১ লাখ ছাড়িয়েছে করোনা আক্রান্ত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ৪২৭ জন পড়েছেন

ডাক অনলাইন ডেস্ক: ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছেন তিন হাজারের বেশি মানুষ। দ্য হিন্দুর মঙ্গলবার সকালের আপডেট অনুযায়ী, দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৪৫ জন। মারা গেছেন ৩ হাজার ১৫৮ জন। বর্তমানে ৫৮ হাজার ৩৬০ জন চিকিৎসা নিচ্ছেন। সুস্থ হয়ে উঠেছেন ৩৯ হাজার ২১৭ জন যা আক্রান্তের ৩৮ দশমিক ২৯ শতাংশ।

গত ১১ মে থেকে ভারতে গড়ে প্রতিদিন ৪ হাজার ৭৭ জন করোনা রোগী শনাক্ত হচ্ছেন। আর মারা যাচ্ছেন প্রতিদিন ১১৫ জন করে। আক্রান্তের হিসাবে শীর্ষে আছে মহারাষ্ট্র রাজ্য। এই রাজ্যে ৩৫ হাজার ব্যক্তির শরীরে করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ১ হাজার ২৪৯ জন। আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে আছে তামিলনাডু। এই রাজ্যে ১১ হাজার ৭৬০ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৮১ জন। তৃতীয় স্থানে থাকা গুজরাটে ১১ হাজার ৭৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে তামিলনাডুর চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই রাজ্যে মৃত্যুর হার অনেক বেশি। গুজরাটে করোনায় মারা গেছেন ৬৯৪ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, কেবল গত দু’দিনে ভারতে করোনা আক্রান্ত হয়েছেন ১০ হাজারের বেশি। ৪৮ ঘণ্টার হিসাবে এই সংখ্যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!