1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
এবারের ঈদে বান্নাহর পাঁচ নাটক
শুক্রবার, ০২ জুন ২০২৩, ০২:০৭ পূর্বাহ্ন

এবারের ঈদে বান্নাহর পাঁচ নাটক

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ৩৯৮ জন পড়েছেন
ছবি: স্ত্রী সানিয়া আফরিনের সঙ্গে মাবরুর রশীদ বান্নাহ।

বিনোদন ডেস্ক: মাবরুর রশীদ বান্নাহ’র নাটক ছাড়া কোনো উৎসব ভাবাই যায় না। জনপ্রিয় তারকাদের সমাহারে একাধিক নির্মাণ নিয়ে হাজির থাকেন এ নির্মাতা।

মজার বিষয় হলো, এবারের ঈদের জন্য ক্যামেরার পেছনে দাঁড়াতে না পারলেও বান্নাহর পাঁচটি নাটক প্রচার হবে।

তিনি জানালেন, কভিড-১৯ সাধারণ ছুটির কারণে নতুন কোনো নাটকের শুটিং করতে পারেননি। কিন্তু হাতে আছে আগে নির্মিত পাঁচটি নাটক। সেগুলোই প্রচার হবে বিভিন্ন চ্যানেলে।

সঙ্গে জানালেন, ঈদের আমেজে নির্মিত না হলেও দর্শক নাটকগুলো পছন্দ করবেন। তারা পাবেন ভিন্ন স্বাদ ও আমেজের গল্প।

অবশ্য লকডাউন একদম বেকার কাটাননি বান্নাহ। এই সময়ে ঘরে বসে নির্মাণ করেছেন ‘ভাই ব্রাদার্স’ শিরোনামের একটি সিরিজ। ইতিমধ্যে দুটো পর্ব লুমিনো পিকচার্স ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে। অভিনয় করেছেন সায়েদ জামান শাওন ও বান্নাহ নিজেই। সামনের পর্বে যুক্ত হচ্ছেন রাশেদ তানজিম অনিক, সিয়াম নাসির ও ফারহান অনেকেই থাকবে।

বান্নাহ বলেন, অভিনেতার ঘরেই সিরিজটির নির্মাণ হচ্ছে। যেমন; তার জন্য ক্যামেরা চালিয়েছেন স্ত্রী সানিয়া আফরিন, শাওনকে ভিডিও করেছে তার স্ত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। পুরো আয়োজন থেকে পাওয়া অর্থ যাবে অসহায় মানুষের সাহায্যে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!