1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
অক্সফোর্ডের ভ্যাকসিন করোনা 'সারায় না'
রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:০৯ পূর্বাহ্ন

অক্সফোর্ডের ভ্যাকসিন করোনা ‘সারায় না’

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ৫০৮ জন পড়েছেন

অনলাইন ডেস্ক: খুব তোড়জোড় চলছিল ভ্যাকসিনটি নিয়ে। আশা দেখছিলেন অনেকে। সবার চোখ ছিল অক্সফোর্ডের দিকে। কিন্তু করোনাভাইরাসের সম্ভাব্য ভ্যাকসিনটি নিয়ে হতাশার খবর শোনালেন গবেষকেরা।

কভিড-১৯ এ আক্রান্ত বানরের ওপর পরীক্ষায় অকার্যকর হয়েছে এই ভ্যাকসিনের ট্রায়াল। এই ট্রায়ালের পূর্ণাঙ্গ প্রতিবেদনে বলা হয়েছে, অক্সফোর্ডের এই ভ্যাকসিন আসলে করোনাভাইরাস সারাতে কার্যকরী না, তবে নিউমোনিয়ার মতো ঠাণ্ডাজনিত রোগ সারাতে পারে।

‘সিএইচএডিওএক্স১ এনসিওভি-১৯’ নামের ভ্যাকসিনটি শিম্পাঞ্জির সাধারণ কোল্ড ভাইরাস দূর করার জন্য প্রয়োগ করা হয়, এর দুর্বল সংস্করণ মানুষের শরীরেও কাজ করে কি-না তা নিয়ে পরীক্ষা চলছে।

এর আগে বানর ও ইঁদুরের শরীরে এই ভ্যাকসিন কাজে দেয় বলে কিছু গবেষণায় এমন ফল পাওয়ার পর পরীক্ষামূলকভাবে তা মানুষ্য শরীরেও প্রয়োগের উদ্যোগ নেয় গবেষকেরা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!