ডাক অনলাইন ডেস্ক: পঞ্চগড়ে ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত এক যুবকসহ আরও ৪ ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এর মধ্যে দেবীগঞ্জ উপজেলার চিলাহাটী ইউনিয়নে স্বামী-স্ত্রীসহ তিনজন এবং আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নে একজন। এদের মধ্যে দেবীগঞ্জের তিনজন ঢাকা ফেরত ও আটোয়ারীর একজন নারায়ণগঞ্জ ফেরত। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত হলো ২৪ জনের।
এদিকে তেঁতুলিয়া উপজেলার ৪ জন, বোদার ১ জন ও দেবীগঞ্জের ২ জনসহ সাতজন করোনা থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। তারা নিজ বাড়িতে আছেন।
আটোয়ারী উপজেলার আক্রান্ত একজনের বাড়ি ধামোর ইউনিয়নের গিঁরাগাও গ্রামে এবং তার বয়স ২২ বছর এবং দেবীগঞ্জ উপজেলার আক্রান্তদের ৩ জনের বাড়ি চিলাহাটি ইউনিয়নের মহৎ পাড়া গ্রামে। তাদের মধ্যে একজন বৃদ্ধ তার বয়স ৮৫ ও তার স্ত্রী (৬৫)। অন্য একজন নারী ( ৫০)।
সোমবার (১৮ মে ) রাতে ৪ ব্যক্তির করোনা শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় জেলা সিভিল সার্জন ডা. ফজলুর রহমান।