1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
শরীয়তপু‌রে ৪ দোকান আগুনে পুড়ে ছাই
রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০২:০৯ পূর্বাহ্ন

শরীয়তপু‌রে ৪ দোকান আগুনে পুড়ে ছাই

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ৩০৩ জন পড়েছেন

ডাক অনলাইন ডেস্ক: শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার ডামুড্যা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

এতে দোকান, নগদ টাকা ও মালামালসহ প্রায় সাড়ে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত দোকানের মালিক ও ব্যবসায়ীরা।

সোমবার দিবাগত রাত সোয়া ১টা দি‌কে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানায় ডামুড্যা ফায়ার সার্ভিস।

বাজার ব‌্যবসায়ীরা জানায়, ডামুড্যা বাজারের হাওলাদার মার্কেটের দুলাল ফার্মেসি গোডাউন থেকে আগুনের ধোয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। এর আগইে‌ দুলাল ফার্মেসির ২টি গোডাউন ও ২টি কাপড়ের দোকান পুড়ে যায়।

প‌রে ফায়ার সা‌র্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় সাড়ে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ডামুড্যা উপজেলা ফায়ার সার্ভিস লিডার আবু দাউদ মোল্লা বলেন, আমরা রাত সোয়া ১টার দি‌কে বাজারে আগুনের সংবাদ পাই। খবর পাওয়ার সাথে সাথে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বাজারের হাওলাদার মার্কেটের দুইটি গোডাউনসহ ৪টি দোকানে আগুন লে‌গে‌ পুড়ে গে‌ছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!