মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে মাইক্রোবাস উল্টে বড়লেখা সুড়িকান্দি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আহত হয়েছেন ৯ জন। হতাহতরা সবাই শিক্ষক এবং তাদের পরিবারের সদস্য বলে জান গেছে।
মঙ্গলবার ভোরে উপজেলার গোবিন্দবাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অপরজন হলেন বড়লেখা ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহফুজুর রহমানের স্ত্রী আফরোজা মিসু।
জানা গেছে,হতাহত সবাই রাজশাহীর বিভিন্ন উপজেলার বাসিন্দা। ঈদ উপলক্ষে আজ ভোরে তারা বড়লেখা থেকে একটি মাইক্রোবাস নিয়ে রাজশাহী যাচ্ছিল। ভোর ৫টার দিকে রাজনগরের উপজেলার গোবিন্দবাটি এলাকা অতিক্রমকালে মাইক্রোটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিক্ষক বদরুজ্জামান ও সহকারী শিক্ষকের স্ত্রীর আফরোজা মিসুর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে পাঠায় পুলিশ। রাজনগর থানা ওসি আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করেছেন।