1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
করোনা-আম্ফান : মমতা-অমিত শাহ কথা
রবিবার, ০৪ জুন ২০২৩, ০৫:২৫ অপরাহ্ন

করোনা-আম্ফান : মমতা-অমিত শাহ কথা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ৩৯৬ জন পড়েছেন

ডাক অনলাইন ডেস্কঃ  একদিকে করোনা, অন্যদিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় আম্ফান। বাংলার উপকূলবর্তী সব এলাকাতে সতর্কতা জারি করা হয়েছে। গতিপথ ঠিক রেখে যদি পশ্চিমবঙ্গের উপর আছড়ে পড়ে তাহলে বিপুল ক্ষতির আশংকা করা হচ্ছে, এমনটাই জানিয়েছে কেন্দ্র।

এই কঠিন পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমন অবস্থায় যেকোনও সাহায্যের জন্য রাজ্যের পাশে কেন্দ্র রয়েছে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইতোমধ্যে পশ্চিমবঙ্গ ও ওডিশা এই দুই রাজ্যে ১০টি দলকে পাঠিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। এ রাজ্যে ৭টি ও ওডিশায় ১০টি দল পাঠিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

এদিকে পশ্চিমবঙ্গের আরও কাছে চলে এসেছে শক্তিশালী ঘূর্ণিঝড় আম্ফান। এই মুহূর্তে আম্ফান ওড়িশার পারাদ্বীপ থেকে মাত্র ৪৮০ কিলোমিটার দূরে। দিঘা থেকে ৬৩০ কিলোমিটার এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ৭৫০ কিলোমিটার দূরে রয়েছে। স্থলভাগে যখন আছড়ে পড়বে তখন গতিবেগ হবে ১৫৫-৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়। এমনকি তা ১৮০ কিলোমিটারও ছাড়িয়ে যেতে পারে, সেই সঙ্গে হবে প্রবল জলোচ্ছ্বাস। নিম্নচাপ চাপ থেকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর আম্ফানের গতিমুখ ছিল উত্তর-পশ্চিম দিকে। এখন তা বাঁক নিয়ে সরাসরি পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে। আজ সামান্য কিছুটা শক্তি হারিয়েছে, তবে এখনও এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনের রূপ নিয়েছে।ফলে সমুদ্র থেকে যখন স্থলভাগে আম্ফান আছড়ে পড়বে তার গতি থাকবে প্রবল। আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে সাগরদ্বীপ এবং সুন্দরবন অঞ্চলে। যদিও এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না ঠিক কোথায় ছোবল মারবে আম্ফান। তবে যা গতিপথ রয়েছে তাতে মনে করা হচ্ছে সাগরদ্বীপ, কাকদ্বীপ এবং সুন্দরবন এলাকায় সবচেয়ে ক্ষয়ক্ষতি হতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!