ডাক অনলাইন ডেস্কঃ বগুড়ার আদমদীঘি উপজেলায় সরাসরি কৃষকের কাছ থেকে ন্যায্যমূল্যে বোরো ধান সংগ্রহ করতে লটারির মাধ্যমে ২২৬৩ জন কৃষকের ভাগ্য নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আদমদীঘি উপজেলা পরিষদ সভাকক্ষে খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে উন্মুক্ত লটারির মাধ্যমে এসব কৃষক নির্ধারণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা হক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পরিতোষ কুমার কুন্ডু, সিনিয়র মৎস্য কর্মকর্তা সুজয় পাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, ওসি এলএসডি আতিকুল ইসলাম, আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান, আবু মুত্তালিব মতি, তরিকুল ইসলাম জেন্টু প্রমুখ।
উল্লেখ্য, আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভাসহ ছয়টি ইউনিয়ন মিলে ১৯ হাজার ৯০১ জন কৃষকের মধ্যে লটারির মাধ্যমে ২ হাজার ২৬৩ জন কৃষক সরকারিভাবে খাদ্যগুদামে ধান সরবারহ করতে পারবেন।