ডাক অনলাইন ডেস্কঃ মাদারীপুর সদর মডেল থানার এসআই (প্রশিক্ষণকালীন) অণিমা বাড়ৈকে গলা কেটে হত্যা চেষ্টার ঘটনার ৪২ দিন পর কথিত প্রেমিককে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মাদ মাহবুব হাসান নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সোমবার রাত দেড়টার দিকে সাভারের যাদুরচর এলাকা থেকে জাকির হোসেন নামের ওই কথিত প্রেমিককে গ্রেপ্তার করে মাদারীপুর পুলিশ।
গত ৫ এপ্রিল অণিমা বাড়ৈয়ের গলা কেটে হত্যা চেষ্টা করেন জাকির।
অনিমার কাছে সে নিজেকে বাতেন ও রনবীর হিসেবে পরিচয় দিত। সে গাইবান্ধা জেলার সাঘাটা থানার শিমুলবাড়ী এলাকার রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ সুপার জানান, জাকির হোসেন নিজের নাম পরিবর্তন করে ও ধর্ম গোপন রেখে অণিমার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায়ে অণিমা তার মুসলিম পরিচয় জানতে পেরে বুঝতে পারে সে প্রতারণা করেছে, তখন থেকে সে জাকিরকে এড়িয়ে চলতে শুরু করে।
এতে ক্ষিপ্ত হয় জাকির। এরপর সে ঢাকা অবস্থান করছে জানিয়ে অণিমাকে শকুনি লেক পাড়ের দৃশ্য মোবাইলে দেখানোর অনুরোধ করে। অণিমা মোবাইলে তাকে শকুনি লেক পাড়ের দৃশ্য দেখানোর জন্য সেখানে যায়। কিন্তু আগে থেকে ওত পেতে থাকা জাকির লেক পাড়ে অণিমা যাওয়ার সাথে সাথেই তাকে পেছন থেকে ছুরি দিয়ে তার গলায় আঘাত করে। পরে অণিমার মৃত্যু হয়েছে ভেবে সে সেখান থেকে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন আহত অণিমাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে পুলিশ তাকে উন্নত চিকিৎসার জন্য রাতেই দ্রুত বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। রাতেই তার গলায় অপারেশন হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি ছুরি ও এক জোড়া স্যান্ডেল উদ্ধার করে। পরদিন অণিমার ছোট ভাই কপিল বাড়ৈ মাদারীপুর সদর থানায় একটি মামলা করেন। এরপর মাদারীপুর সদর মডেল থানার এসআই সুমন কুমার আইচ তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রথমে আসামীর শ্যালক নাইমকে আটক করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে ঘটনার ৪২ দিন পর সাভারের হেমায়েতপুরের যাদুরচর এলাকা থেকে জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, গত ৪ মাস পূর্বে অণিমা বাড়ৈ মাদারীপুর সদর মডেল থানায় পিএসআই হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি সুস্থ হয়ে মাদারীপুর মডেল থানা যোগদান করে উিউটি করছেন বলে ওসি জানান।