ডাক অনলাইন ডেস্কঃ দুর্যোগ মোকাবিলায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিচ্ছিন্ন চরাঞ্চলসহ বিভিন্ন ইউনিয়নে থাকা ১৮৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
জরুরি প্রয়োজনে জনগণকে এসব আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম জানান, সরকারি নির্দেশনা মোতাবেক ‘আম্পান’ মোকাবিলায় সকল প্রস্ততি সম্পন্ন করা হয়েছে।
হাতিয়া ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপির) সহকারী পরিচালক ও কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা মো. বদিউজ্জামান জানান, সিপিপির ১৭৭টি দলের ২ হাজার ৬৫৫ সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে।
তারা ১৭৭টি ইউনিটে সিগনাল পতাকা উত্তোলন করেছে।
ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে ৭নং বিপদ সংকেতের আওতায় পড়ায় তারা সোমবার বিকেল থেকে হাতিয়ার গ্রামে গ্রামে মাইকিং করে জনগণকে সচেতন করছে। আশ্রয়কেন্দ্রগুলোতে জীবাণুনাশক দিয়ে ষ্প্রে করা হয়েছে।
এ ছাড়া হাতিয়ার সাথে মূল ভূ-খণ্ডের সকল নৌ-যোগাযোগ বন্ধ রয়েছে। সকল মাছ ধরার ট্রলার ও নৌকাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদে উপকূলের কাছাকাছি থাকার নির্দেশ দেওয়া হয়েছে।