মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরি ঘাটের ৫ নম্বর পল্টুনের কাছে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে।
মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পাটুরিয়া নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাবু মিয়া বলেন, সন্ধ্যায় ছোট একটি ট্রলার পাটুরিয়া থেকে আটজন যাত্রী নিয়ে দৌলতদিয়া যাওয়ার পথে পাটুরিয়া ফেরি ঘাটের ৫ নম্বর পল্টুনের কাছে এসে ডুবে যায়। পরে রাত সোয়া ৮টার দিকে সবাকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।