1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
বিমানবাহিনীতে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক সি-১৩০ জে
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৯:৪৩ অপরাহ্ন

বিমানবাহিনীতে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক সি-১৩০ জে

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ৩৮৭ জন পড়েছেন

ডাক অনলাইন ডেস্কঃ  যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক সি-১৩০ জে পরিবহন বিমান যুক্ত হয়েছে বাংলাদেশ বিমানবাহিনীতে। যুক্তরাজ্যের রয়েল এয়ার ফোর্সের সঙ্গে ক্রয় চুক্তি এবং মার্শাল এ্যারোস্পেস অ্যান্ড ডিফেন্স গ্রুপ এর সঙ্গে রক্ষণাবেক্ষণ চুক্তির মাধ্যমে বিমানবাহিনীতে পাঁচটি বিমান সংযোজন করা হচ্ছে। যার একটি বিমানবাহিনীর নিজস্ব বৈমানিকরা সফল ফেরি ফ্লাইটের মাধ্যমে মঙ্গলবার বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে নিয়ে অবতরণ করেন।

এ সময় বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত ও বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার এইচ ই রবার্ট চাট্টারটন ডিকসন উপস্থিত ছিলেন।

আসার পথে উড়োজাহানটি কায়রো (মিশর) ও মাসকাট (ওমান) এ অবতরণ করে এবং এই দুটি বন্ধুত্বপূর্ণ দেশের জন্য কিছু শুভেচ্ছা বার্তা ও শুভেচ্ছা নিদর্শন সামগ্রী নিয়ে যায়।

এ ছাড়া, করোনাভাইরাস এর কারণে কায়রোতে আটকে পড়া কিছু বাংলাদেশী নাগরিককে উক্ত উড়োজাহাজের মাধ্যমে ঢাকায় নিয়ে আসা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

আইএসপিআর আরও জানায়, সি-১৩০ জে পরিবহন বিমান অত্যাধুনিক এভিওনিক্স ও উন্নত প্রযুক্তি সম্পন্ন পরিবহন বিমান যা মালামাল ও সৈন্য পরিবহনসহ দেশে এবং বিদেশে মানবিক সহায়তা কার্যক্রম এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ব্যবহৃত হবে। ক্রয়কৃত অবশিষ্ট বিমান পর্যায়ক্রমে যুক্তরাজ্য থেকে নিয়ে আসার পরিকল্পনা নেয়া হয়েছে। বাংলাদেশ বিমানবাহিনীতে অত্যাধুনিক এ সি-১৩০ জে বিমানের অন্তর্ভুক্তি বিমানবাহিনীর পরিবহন ক্ষমতা সর্বোপরি বাহিনীর সক্ষমতাকে বহুলাংশে বৃদ্ধি করবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০১৯-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!