পটুয়াখালীতে এ পর্যন্ত আশ্রয় কেন্দ্রে এসেছে ২ লক্ষ মানুষ
প্রকাশিত :
বুধবার, ২০ মে, ২০২০
৪৩২
জন পড়েছেন
পটুয়াখালী: আসন্ন ঘূর্ণিঝড় ‘আম্পান’ প্রভাব মোকাবেলায় পটুয়াখালী জেলায় ৭৫৩টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রগুলোতে রাত ১২টা পর্যন্ত মোট ২,০৫,৬৮৫ জন মানুষ আশ্রয় নিয়েছে।
মঙ্গলবার (১৯ মে) রাতে জেলার কয়েকটি আশ্রয় কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী ও পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম।
এ সময় তিনি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া একজন প্রতিবন্ধী নারীকে নতুন হুইল চেয়ার উপহার দেন।
পরিদর্শনকালে পটুয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. গোলাম সরোয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হেমায়েত উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, গণ মাধ্যমকর্মী, জনপ্রতিনিধি ও জরুরি কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক আশ্রয় গ্রহণকারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের ইফতার ও রাতের খাবারের খোঁজ-খবর নেন। আশ্রয় কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি দেখেন এবং শুকনো খাবার ও পানি বিতরণ করেন।
এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় সুপার সাইক্লোন ‘আম্পান’ এর প্রভাবে জেলায় থেমে থেমে বৃষ্টি ও ধমকা হাওয়া বইতে শুরু করেছে।
এছাড়াও সাইক্লোন শেল্টারে আশ্রয় নেওয়াদের ও দূর্যোগের পূর্বে চলাকালীন সময়ে এবং পরবর্তীতে জনগণের জানমালের নিরাপত্তা ও সাইক্লোন শেল্টারে নারী ও শিশুদের সুরক্ষায় কঠোর নির্দেশনা দিয়েছে জেলা পুলিশ সুপার। প্রতিটি আশ্রয় কেন্দ্রে দায়িত্ব পালন করছে পুলিশ ও গ্রাম পুলিশের সদস্যরা।
জেলা প্রশাসনের পাশাপাশি জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সাইক্লোন শেল্টারগুলোতে সামাজিক দূরত্ব নিশ্চিত এবং স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় জনবল ও সরঞ্জামাদির ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দুর্যোগ মুহূর্তে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়ার মানুষের খাদ্য সরবরাহের জন্য চিড়া, গুড়, বিশুদ্ধ পানিসহ মোমবাতি ও দিয়াশলাই মজুদ রাখার সিদ্ধান্ত নিয়েছে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর।