1. info2@kamalgonjerdak.com : কমলগঞ্জের ডাক : Hridoy Islam
  2. info@kamalgonjerdak.com : admin2 :
  3. editor@kamalgonjerdak.com : Editor : Editor
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৯:২৭ পূর্বাহ্ন

বিবিসি এশিয়ান নেটওয়ার্কে সিলেটী ভাষায় করোনা পরামর্শ

  • প্রকাশিত : বুধবার, ২০ মে, ২০২০
  • ৩৪০ জন পড়েছেন

ডাক অনলাইন ডেস্কঃ  নভেল করোনাভাইরাস প্রতিরোধে এশিয়ান প্রবাসীদের আরও সতর্ক করতে অভূতপূর্ব সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশনের (বিবিসি) এশিয়ান নেটওয়ার্ক শাখা। রেডিওটির এমফমের পাশাপাশি ডিজিটাল ভার্সনে সিলেটী এবং ‘প্রমিত’ বাংলাসহ দক্ষিণ এশিয়ার মোট সাতটি আঞ্চলিক ভাষায় পরামর্শমূলক অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে।

বিবিসির পক্ষ থেকে জানানো হয়েছে, ব্রিটিশ এশিয়ান কমিউনিটির মানুষদের করোনা থেকে দূরে রাখতে এই আয়োজন।

লন্ডনে যত বাংলাদেশি থাকেন, তাদের অধিকাংশই সিলেটের নাগরিক।

যুক্তরাজ্যের পাবলিক হেলথ বিভাগের তথ্য থেকে জানা গেছে, দেশটিতে শ্বেতাঙ্গদের থেকে কৃষ্ণাঙ্গ কিংবা এশিয়ান অঞ্চলের মানুষ বেশি মারা যাচ্ছেন। তারা যেন আরও ভালো করে পরামর্শগুলো বুঝতে পারেন সেই উদ্দেশ্য নিয়ে এই অনুষ্ঠান শুরু হয়েছে।

বিবিসি এশিয়ান নেটওয়ার্কের ভেরিফায়েড ফেইসবুক পেজে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, রীতা চক্রবর্তী নামের এক উপস্থাপিকা বাংলা দিয়ে শুরু করছেন।

ভাঙা ভাঙা উচ্চারণে তাকে বলতে শোনা যায়, ‘ব্রিটিশ এশিয়ান কমিউনিটির জন্য করোনা ভাইরাস একটি বিশাল হুমকি। ’ এরপর অন্য একজন বলছেন উর্দুতে।

এভাবে পাঁচ নম্বরে আসে সিলেটী ভাসা। কুওয়াসা আলম নামের এক যুবক বলতে থাকেন, ‘ব্রিটিশ ডাক্তার লগে কাজ করিছি এশিয়ান নেটওয়ার্ক…যদি ভিডিও শেয়ার করবার লাগি হোয়েক্টা ভাষায়…যেমন সিলেটী…। ’

সাতটি ভাষার মধ্যে বাকি পাঁচটি গুজরাটি, পাঞ্জাবি, হিন্দি, উর্দু এবং তামিল।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, এই প্রতিবেদন লেখা পর্যন্ত কভিড-১৯ রোগে যুক্তরাজ্যে ৩৫ হাজার ৪২২ জন মারা যাওয়ার পাশাপাশি আড়াই লাখের বেশি মানুষ আক্রান্ত।

যাদের বড় একটি অংশ এশিয়ান অঞ্চলের।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন....
© ২০২০-২১ সর্বস্বত্ব সংরক্ষিত | কমলগঞ্জের ডাক | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
Developed By : Radwan Ahmed
error: কপি সম্পূর্ণ নিষেধ !!